জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করতে বলা হয়েছে।
Published : 24 Mar 2024, 04:42 PM
দেশে কিশোর গ্যাং তৎপরতা বন্ধ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ দেওয়া হয়।
সভায় অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম বলেন, “এলাকাভিত্তিক কিশোর অপরাধীদের চিহ্নিত করে কিশোর অপরাধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
দেশের কোথাও গ্যাংয়ের নামে কিশোররা যাতে অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য সতর্ক থাকতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।
পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (অপারেশনস) আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।