বিস্ফোরণে ট্রাকের পিছনের অংশ প্রায় উড়ে গেছে, পাম্পেরও বেশ ক্ষতি হয়েছে।
Published : 21 Mar 2023, 09:52 AM
ঢাকার মুগদায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।
মঙ্গলবার ভোর ৫টায় মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্যাস নেওয়ার সময় হঠাৎ করেই ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়। তাতে ট্রাকের পিছনের অংশ প্রায় উড়ে গেছে এবং পাম্পেরও বেশ ক্ষতি হয়েছে।”
নিহত সাদ্দাম হোসেন (২৫) ছিলেন ওই ট্রাকের চালকের সহকারী। যিনি আহত হয়েছেন, তিনিও ওই ট্রাকের শ্রমিক, তবে তার নাম জানা যায়নি।
ওসি বলেন, ট্রাকটি বসুন্ধরায় ইট নামিয়ে ফেরার সময় ওই পাম্পে গ্যাসে নিতে গিয়েছিল।