পুলিশ জানায়, কাফরুল থেকে কয়েকশ শ্রমিক মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেয়।
Published : 12 Nov 2023, 12:00 PM
মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার সকাল ৮টার দিকে কয়েকশ শ্রমিক কাফরুল থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেয় বলে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
বিক্ষোভের মধ্যে সকাল পৌনে ১০টায় দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই গাজীপুর, সাভার, আশুলিয়ায় বিক্ষোভ করে আসছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে সরকার ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দিলেও শ্রমিকদের কয়েকটি অংশ মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
গত বুধবার গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ৪২ বছর বয়সী জালাল উদ্দিন, যিনি শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ওই সংঘর্ষের মধ্যে আহত আঞ্জুয়ারা খাতুন নামের ২৪ বছর বয়সী এক পোশাক শ্রমিক সেদিনই হাসপাতালে মারা যান। তিনি একই কারখানার সেলাই মেশিন অপারেটর ছিলেন।
আরও পড়ুন-
গাজীপুরে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত শ্রমিকের মৃত্যু
গাজীপুরে নিহত শ্রমিক আঞ্জুয়ারার শরীরে অসংখ্য ‘কালো ছিদ্র’
মজুরি প্রত্যাখান: শ্রমিক বিক্ষোভে দিনভর উত্তপ্ত গাজীপুর, সংঘর্ষ