ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তিন বছর অবৈধভাবে ভারতে থাকার পর দেশে ফেরার পথে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
Published : 08 Aug 2023, 08:46 PM
অবৈধভাবে ভারতে প্রবেশ করে ২০২০ সাল থেকে বেঙ্গালুরুতে বসবাস করার অভিযোগে ত্রিপুরায় দুই নারী ও তিন শিশুসহ সন্দেহভাজন সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ত্রিপুরা থেকে প্রকাশিত দ্য সেন্টিনেল জানিয়েছে, কাজের খোঁজে ২০২০ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এতদিন বেঙ্গালুরুতে বসবাস করছিলেন এই বাংলাদেশিরা। দেশে ফেরার জন্য তারা হামসফর এক্সপ্রেস ট্রেনে করে বেঙ্গালুরু থেকে ত্রিপুরা পৌঁছান। সোমবার ত্রিপুরার সীমান্ত শহর ধর্মগড়ের রাজবাটি স্টেশন থেকে তাদের গ্রেপ্তা্র করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমে গ্রেপ্তারদের নামও প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে, তারা হলেন রাজবাড়ীর মোহাম্মদ লিটন শেখ, তার স্ত্রী ফাতেমা বেগম এবং তাদের দুই সন্তান; কক্সবাজারের মোহাম্মদ মামুন রশিদ, তার স্ত্রী আজিজা বেগম এবং তাদের সন্তান।
সেন্টিনেল জানিয়েছে, ওই সাতজনের বিরুদ্ধে ধর্মগড় থানায় পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে। কোনো পাচারকারী চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে এসেছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।