শীত মৌসুম চলে আসায় আবার বদলাচ্ছে সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের অফিসসূচি; চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার থেকে নতুন এ সূচির সঙ্গে মিল রেখে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সূচিও পরিবর্তন হবে।
বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার পর্যন্ত অফিসসূচি ছিল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। প্রায় তিন মাস এ সূচিতে চলার পর মঙ্গলবার থেকে আবার সময় বদলাচ্ছে।
গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শীতের সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস সময় করার সিদ্ধান্ত নেয়।
ওই দিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিল, শীত মৌসুম চলে আসায় সূচি পরিবর্তনের এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সরকারি কর্মীরা অফিস করতেন সকাল ৯টা থেকে, যা চলত বিকাল ৫টা পর্যন্ত। তবে সম্প্রতি জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় ২৪ অগাস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার।
সে অনুযায়ী প্রায় তিন মাস ধরে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলছে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এ সূচি পরিবর্তনে বিদ্যুৎ কতটা বাঁচানো গেছে, সেই হিসাব জানা যায়নি। তবে অফিস সময় এগিয়ে আনার সঙ্গে সঙ্গে রাজধানীতে যানজটের সময় এগিয়ে এসেছিল।
সরকারি সূচির বদলের সঙ্গে ব্যাংকের লেনদেন ও অফিসের সময়ও বদলাবে। মঙ্গলবার থেকে নতুন সূচিতে ব্যাংকের লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
তবে লেনদেন পরবর্তী ব্যাংকের দাপ্তরিক প্রয়োজন শেষ করতে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকবে।
ব্যাংকের কাজ এখন চলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, যা ২৪ অগাস্টের আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল।
অপরদিকে ব্যাংকের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে মঙ্গলবার নতুন সূচিতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চলবে আড়াইটা পর্যন্ত।
আর লেনদেন শুরুর আগে প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত কেনাবেচার আদেশ বসানো যাবে।
এর আগে গত ৮ নভেম্বর বিএসইসি সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদন সময় নির্ধারণের কথা জানিয়েছিল।
আরও পড়ুন: