সরকারি অফিসের মত ব্যাংকের নতুন লেনদেন সময়ও কার্যকর হবে আগামী ১৫ নভেম্বর থেকে।
Published : 03 Nov 2022, 12:30 PM
সরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে মেলাতে ব্যাংকের লেনদেন সময়ও এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সূচিতে ব্যাংকের লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
তবে লেনদেন পরবর্তী ব্যাংকের দাপ্তরিক প্রয়োজন শেষ করতে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকবে।
বিদুৎ সাশ্রয়ে সরকার গত ২৪ অগাস্ট অফিস সূচি এগিয়ে আনায় ব্যাংক লেনদেনের সময়ও এগিয়ে আনা হয়েছিল। সে অনুযায়ী গত দুমাস সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন করার সুযোগ ছিল।
শীত মৌসুম চলে আসায় এখন আবার সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে।আগামী ১৫ নভেম্বর থেকে এসব অফিসে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ চলবে।
এর সঙ্গে মিল রেখে ব্যাংকিং সূচি বদলের সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সেই সার্কুলার সব ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি অপরিবর্তিত থাকবে বলে সেখানে জানানো হয়েছে।
এর আগে গত ২৩ অগাস্ট পর্যন্ত ব্যাংক সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকত, এর মধ্যে লেনদেন করা যেত বিকাল ৪টা পর্যন্ত ।
এখন ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।