পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2022, 02:58 PM
Updated : 8 Nov 2022, 02:58 PM

সরকারেরর নতুন অফিস সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারে লেনদেনের নতুন সূচি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সূচিতে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় মঙ্গলবার বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সময়সূচি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিএসসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চলবে বিকাল ৩টা পর্যন্ত। আর লেনদেন শুরুর আগে প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; ১০টা ২৫ মিনিট থেকে সাড়ে ১০টা।