এখন আর নীতিনির্ধারণী সিদ্ধান্ত হবে না: আইনমন্ত্রী

“রুটিন কাজ হচ্ছে গতানুগতিক অফিস চলার জন্য যে কাজ। স্বায়ত্তশাসিত সংস্থার বেতন পাওয়ার বিষয়, দৈনন্দিন কার্যক্রম- এসব কাজ বর্তমান সরকার করবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 11:27 AM
Updated : 16 Nov 2023, 11:27 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রুটিন কাজ চলবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার এখন আর নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, “যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে। নির্বাচন কমিশনের নির্বাচনের কাজে যেসব সরকারি বিভাগ, সংস্থা বা অফিস প্রয়োজন হবে এবং নির্বাচন প্রভাবিত হবে না, সেসব কাজ করবে, যে সরকার আছে সেই সরকার।”

আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে। পলিসি ডিসিশন (নীতিনির্ধারণী সিদ্ধান্ত) নেওয়া হবে না।”

সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই জানিয়ে আনিসুল হক বলেন, “ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। তারা এমন কিছু করে না, যেটাতে সরকারকে জনগণ ভোট দেওয়ার জন্য, আকৃষ্ট করার জন্য কিছু করছেন- এরকম একটা ব্যাপার হয়।”

নীতি-নির্ধারণী কাজ বলতে কি বোঝানো হচ্ছে, নতুন আইন প্রণয়ন বা বদলি বন্ধ থাকবে কিনা, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “আইন তো হবেই না, কারণ সংসদ বসবে না। ...যদি প্রয়োজন হয় অর্থাৎ অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে কোনো বিশেষ প্রয়োজনে, অত্যন্ত প্রয়োজনীয় কোনো পরিস্থিতিতে। আইন হবে না এমন কথা তো আমি বলতে পারি না।

“রুটিন কাজ হচ্ছে গতানুগতিক অফিস চলার জন্য যে কাজ। স্বায়ত্তশাসিত সংস্থার বেতন পাওয়ার বিষয়, দৈনন্দিন কার্যক্রম- এসব কাজ বর্তমান সরকার করবে। উন্নয়ন কাজ যেগুলো আছে সেগুলো চলমান থাকবে। নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না, নতুন করে কোনো প্রজেক্ট নেওয়া হবে না।”

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।