যদিও এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
Published : 15 Apr 2023, 12:11 PM
ঈদের আগে পুরান ঢাকার বঙ্গবাজার ও নবাবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন।
তাই অগ্নিকাণ্ডের এই ঘটনাগুলো তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের প্রশ্নে নিজের সন্দেহের কথা জানান ফায়ার সার্ভিসের ডিজি।
ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গোয়েন্দা সংস্থা ও পুলিশকে আবেদন করব যে, এরকম কোনো কিছু আছে কি না খতিয়ে দেখার জন্য।
“খতিয়ে দেখাটা অতীব প্রয়োজন। একের পর এক কেন আগুন লাগছে। এটা খতিয়ে দেখার জন্য আমরা তাদের রিকয়েস্ট করব।”
ঢাকা নিউ মার্কেটের সঙ্গে লাগোয়া ঢাকা নিউ সুপার মার্কেটে শনিবার সকাল পৌনে ৬টায় আগুন লাগে, যা তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনলেও পুড়েছে অনেকে পোশাক।
১১ দিন আগে গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজার মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টির মতো গুদাম।
পুড়ল বঙ্গবাজার: এক আগুনে ছাই হল হাজারো স্বপ্ন
পুরান ঢাকার নবাবপুরে আগুনে পুড়ল ২০টি গুদাম
নবাবপুড়ে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলামও বলেছিলেন, সম্প্রতি ঘনঘন অগ্নিকাণ্ড ঘটছে। এর পেছনে কোনো নাশকতা আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখা উচিৎ।
শনিবার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডস্থলে আসার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুককে নাশকতা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
তিনি বলেন, “এখানে কোনো নাশকতা হয়েছে, এখন পর্যন্ত সেরকম কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।”
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ‘নাশকতা পায়নি’ ডিএসসিসির তদন্ত কমিটি
তবে ঢাকার বিপণি বিতানগুলোর সামনে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমিটি অবশ্য নাশকতার কোনো আলামত না পাওয়ার কথা জানিয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট কিংবা মশার কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত।
নিউ সুপার মার্কেটের আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার মইন বলেন, “আমরা কারণটা এখনও জানি না। তদন্ত না করে বলা যাবে না।”
তবে তিনি বলেন, “এখন শুষ্ক মৌসুম চলছে, বাতাসের আর্দ্রতা অনেক কম। মার্কেট এবং দোকান সৌন্দর্য করার জন্য অনেক বড় বড় পাওয়ারের লাইট ব্যবহার করে থাকি। এসব কারণে অগ্নিকাণ্ড হতে পারে।”