পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগগ্রতি নিয়ে আলোচনা হয়।
Published : 27 Jan 2024, 03:53 PM
একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বার বার কাজ পায়, তার তদন্ত করে প্রতিবেদন নিয়ে আগামী সভায় আসতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলেছেন সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই প্রশ্ন তোলা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশ নেন।
বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি; সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে একই ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে বার বার ট্রেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)