“শিক্ষিত হওয়ার পর তারা চাকরির জন্য তদবির করছেন। কেন তদবির করতে হবে? আমাদের বাজার বুঝে গ্র্যাজুয়েট হতে হবে।”
Published : 05 May 2024, 07:16 PM
চাকরির বাজার বুঝে স্নাতকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, “ক্যারিয়ার প্লানিং ছাড়া যারা গ্র্যাজুয়েট, তারাই শুধু বেকার থাকেন।”
রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
‘ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এই বৈঠকের আয়োজন করে।
সালমান বলেন, “শিক্ষিত হওয়ার পর তারা চাকরির জন্য তদবির করছেন। কেন তদবির করতে হবে? আমাদের বাজার বুঝে গ্র্যাজুয়েট হতে হবে।”
চাকরি না পেলেও সরকারের সমালোচনা করা হয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “সবার চাকরির দায়িত্ব কি সরকারের?”
সালমান বলেন, “আমি কিন্তু বিশ্বাস করি না বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে, এটা সত্য না।
“আমরা একেকটা খাতে আসি। যেমন: ম্যানুফ্যাকচারিং লেবার, এখানে আমাদের স্কিলড লেবারের শর্টেজ আছে। কেউ এসে বলে না, আমাকে ম্যানুফ্যাকচারিং খাতে চাকরি দেন। ইনফ্যাক্ট আমাদের ওখানে শর্টেজ হচ্ছে।
“কৃষিখাতে আসেন, যখন আমার হারভেস্টিং এর টাইম আসে, আমি তো লোক পাই না। যদি আমার আনএমপ্লয়মেন্ট হত, তাহলে তো অনেক লোক ওখানে চলে আসত। উল্টো, ছাত্রলীগ-যুবলীগকে বলে হয়েছে ‘তুমি কৃষকদের সাহায্য কর’। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা।”
উচ্চ শিক্ষা নিয়ে যারা কাজ করেন, বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ করে সালমান উদাহরণ দিয়ে তিনি বলেন, “আইসিটিতে (তথ্য প্রযুক্তি) যারা প্রশিক্ষিত, তারাও বেকার নয়।”
‘যারা ট্যাক্স দেয়, তাদের থেকেই আরও নেয় এনবিআর’
আওতার বাইরে থাকা মানুষদের কাছ থেকে কর আদায়ে উপায় খুঁজতে জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, “এনবিআর কী করছে? যারা ট্যাক্স দেয়, তাদের উপর আরও ট্যক্স কীভাবে ধার্য করা যায়, সেটাই তারা করছে। আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে, তারা বাইরেই আছে। তাদেরকে ট্যাক্স নেটের ভেতরে আনার কোনো উদ্যোগ নাই।”
কর আদায় পদ্ধতির ডিজিটালাইজেশনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “ওখানে তো এমন একটা অবস্থা আছে যে ভ্যাট ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কাস্টমস ডিপার্টমেন্ট- একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে না।
“যদি আপনি মাইন্ডসেট এবং পলিসি চেঞ্জ না করেন, জিডিপিতে রাজস্ব আরও কমবে।”
গোলটেবিল বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক , ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি আমীন হেলালী সহ আইসিটি খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শামীম আহসান।