আটকরা ‘সংঘবদ্ধচক্রের সদস্য’ বলে ভাষ্য বিমানের।
Published : 14 Feb 2025, 08:34 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে আসা দুইজন এবং ব্লু টুথ ডিভাইস ব্যবহারের অপরাধে আরও একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বিমানের ভাষ্য, আটকরা ‘সংঘবদ্ধচক্রের সদস্য’। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবেরটরি ইন্সটিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজীব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন ৩৫ বছর বয়সী আফজাল হোসেন বাদশা নামের একজন। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান কর্তৃপক্ষ।
তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ‘ব্লুটুথ ডিভাইসে’র সাহায্যে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহের সময়ে আটক হন ২৮ বছর বয়সী পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান। তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আরিফুল ইসলাম নামে ২৯ বছর বয়সী একজন। তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বিমান বলেছে, “একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিমানের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং আটককৃতরা ওই চক্রের সক্রিয় সদস্য।”
এ বিষয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে রাষ্ট্রায়ত্ব উড়োজাহাজ সংস্থার ভাষ্য, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিপালন করে।
পুরোনো খবর
'অথর্ব' বিমানকে দুই ভাগ করার সুপারিশ
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করল বিমান
বিমানে নিয়োগে দুর্নীতি: সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র