Published : 07 Jun 2024, 03:18 PM
সোশাল মিডিয়ার মাধ্যমে একটি চক্র নিয়োগের নামে প্রতারণা করছে বলে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ফেইসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো ও নাম ব্যবহার করে একটি চক্র নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য প্রচার করছে। এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই।
ফেইসবুকে ছড়ানো বিজ্ঞপ্তিতে ‘পাসপোর্ট চেকার’ নামে একটি পদে নিয়োগের কথা বলা হয়েছে জানিয়ে বিমান বাংলাদেশ বলছে, অথচ পাসপোর্ট চেকার নামে বিমান বাংলাদেশে কোনো পদই নেই।
“প্রতারক চক্র ১২৫০ টাকায় বিমানের চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি।”
বিমান বাংলাদেশের সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত, তাই অনুমতি ব্যতীত নাম ও লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো ব্যবহার করা ফেইসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।