“হজের যে খরচ, সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছ,” বলছেন রিজওয়ানা হাসান।
Published : 03 Oct 2024, 01:36 AM
হজে যেতে গেল ১২ অগাস্ট যে প্রাক নিবন্ধন শুরু হয়েছে, বুধবার পর্যন্ত ৫১ দিনে সেই সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে।
এরইমধ্যে আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধনও শুরু হয়েছে, যাতে নতুনদের সঙ্গে পুরনো প্রাক-নিবন্ধনকারীরা অংশ নিতে পারছেন। কিন্তু হজের খরচ না কমলে কোটা পূরণ হবে কি না, অতীত অভিজ্ঞতা থেকে সেই প্রশ্ন সামনে আনছেন অনেকেই।
হজ এজেন্সি আলহাজ্ব ট্রাভেল ট্রেডের ব্যবস্থাপক মঈনুল ইসলাম বলেন, “হজের বর্তমান যে খরচ সেটা অনেক মানুষেরই সাধ্যের বাইরে। গতবার (২০২৪) এমনও দেখেছি যে, প্রাক নিবন্ধন করেছেন পাঁচজন; পরে খরচ বেশি দেখে গেলেন দুজন।
“বাকি তিনজন যেতে পারলেন না। আমার কাছে মনে হয়, সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে প্যাকেজের মূল্য কমানো উচিত। বিশেষ করে বিমান ভাড়াটা যৌক্তিক পর্যায়ে আনা উচিত।”
হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে ২ হাজার ৭৫৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৫০ হাজার ৮৩ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন সেরেছেন। অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সেরেছেন ৬০৯ জন; বেসরকারি মাধ্যমে এই সংখ্যা ৪০২।
এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ অধিশাখার যুগ্ম সচিব মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গত দুই ধরে বছর কোটার বিপরীতে হজযাত্রী কমেছে। এ বছর আমরা চেষ্টা করছি সেটি বাড়ানোর। প্রাক নিবন্ধনের তালিকা আশাব্যঞ্জক হলেও প্রাথমিক নিবন্ধনের পরই আসলে বোঝা যাবে কতজন যাচ্ছেন।
“সৌদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে হজের কোটা পূরণ হলে ওখানে বাড়িভাড়াসহ অন্যান্য চুক্তিগুলো আমরা আগে সম্পন্ন করতে পারব। এতে হজের কেন্দ্র থেকে দূরে বাড়ি ভাড়া করার ঝামেলা পোহাতে হবে না।”
খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিল ৮৫ হাজার ২৫৭ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জন্যও একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজ যাত্রী ও এজেন্সি।
স্ত্রীসহ হজে যেতে চেয়েছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার শামসুল হোক মোল্লা। কিন্তু হজের ব্যয় বেশি হওয়ায় যেতে পারেননি।
শামসুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ইচ্ছে ছিল গেলবার স্ত্রীসহ হজে যাওয়া; কিন্তু যে খরচ কুলাতে পারিনি। সে গতবার করে এসেছে।
“এবার আমি যাব- আল্লাহ চাইলে। যদি হজের খরচ কমত, তাহলে হয়তো একসাথেই যেতে পারতাম। সরকারের কাছে আমার এই দাবি থাকল; হজের খরচ যাতে কমানো হয়।”
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিনিয়র সহ সভাপতি ইয়াকুব শরাফতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাক নিবন্ধন তো চলমান আছেই, প্রাথমিক নিবন্ধন হচ্ছে অল্পস্বল্প।
“আমি মনে করি, হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করে- প্যাকেজের মূল্য কমানো উচিত। এটা আমরা আগেও বহুবার বলেছিলাম- বিমানভাড়া যৌক্তিক করা উচিত; যাতে মানুষ ইবাদতটা সহজে সম্পন্ন করতে পারে৷”
কমতে পারে খরচ
গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বম্ন পাঁচ লাখ ৭৯ হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
হজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের তুলনায় নতুন বছরের হজের প্যাকেজ মূল্য কমানোর চেষ্টা চলছে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণ হওয়ার পর হজের প্যাকেজ ঘোষণা করা হবে।
উপদেষ্টা পরিষদের সভা শেষে রোববার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হজ মুসলমানদের জন্য একটা বড় ব্যাপার। কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে।
“হজের যে খরচ, সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছ। কত হতে পারে, কত কমানো যেতে পারে- সেই আলোচনা হয়েছে। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব, সেই প্রাথমিক আলোচনা হয়েছে।”
যেভাবে নিবন্ধন করা যাবে
বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যায়।
এ বছর যেসব এজেন্সি হজ কার্যক্রমের পরিচালনা করতে পারবে, তার তালিকা প্রাথমিকভাবে হজ ব্যবস্থাপনা পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অধিশাখার সহকারী সচিব (ওমরাহ শাখা) তফিকুল ইসলাম জানিয়েছেন, আগে যারা প্রাক নিবন্ধন করেছেন এবং নতুন করে যারা প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন তারা প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
এ বছর সাধারণ প্যাকেজের বাড়ি অথবা হোটেলে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশনের সুযোগ থাকবে।
ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), মোবাইল অ্যাপ (e-Hajj BD) থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়, জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ (৩য় তলা), আশকোনা হজ অফিস হতে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীরা অনুমোদিত হজ এজেন্সি থেকে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
প্রাথমিক নিবন্ধনের জন্য পাসপোর্ট ও প্রাক নিবন্ধন সনদ দরকার হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। হজ সংক্রান্ত যেকোনো তথ্য কল সেন্টারে (১৬১৩৬) ফোন করে জানা যাবে।
এক প্রশ্নের জবাবে যুগ্মসচিব মঞ্জুরুল হক বলেন, “আমরা গতবার সব এজেন্সিগুলোকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম। সেখানে আমরা নির্দেশনা কার্যক্রম সব শেয়ার করেছি। এতে তাদের সঙ্গে আমাদের কানেক্টিভিটিও বেড়েছে।
“গতবার তেমন গুরুতর অভিযোগ আসেনি। যেগুলো এসেছে, আমরা সৌদি আরবেই সমাধান করেছি। এবারও তার ব্যত্যয় ঘটবে না।”
পুরনো খবর
হজের প্রাথমিক নিবন্ধন শুরু সেপ্টেম্বরে