নিবন্ধন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
Published : 26 Aug 2024, 04:03 PM
আগামী বছরের হজযাত্রার জন্য প্রাক নিবন্ধন শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে।
ধর্ম মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বছর যারা হজে যেতে চান, তাদের নিবন্ধন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক নিবন্ধনের জন্য তিন লাখ টাকার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয় বলছে, প্রাক-নিবন্ধনের সময় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীদের থেকে নেওয়া ৩০ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে উল্লেখিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
আগামী বছরের সাধারণ হজ প্যাকেজ মূল্য বর্তমানের চেয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদির ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে যথাসময়ে হজের প্যাকেজ ঘোষণা করা হবে।
সরকারিভাবে যারা হজে যাবেন, তারা প্রাথমিক নিবন্ধনের টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে পারবেন।
হিসাবের নাম- Sale Proceeds of Hajj Deposit, হিসাব নম্বর ০০০২৬৩৩০০০৯০৮।
আর এজেন্সির মাধ্যমে যেতে ইচ্ছুক যাত্রীরা এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে পারবেন।