বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে আরও ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 26 Feb 2025, 10:27 PM
দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্টের আরও এক দিনে ৬৭৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ; উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ক্ষুর, চাপাতি ও শাবল।
একই সময়ে বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে আরও ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অপরদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮৯ জনকে গ্রেপ্তার করেছে। আর গত দুইদিনে যৌথ অভিযানে ৫১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইএসপিআর।
ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৬৫টি তল্লাশি চৌকি বসানো হয়। এই সময়ে গ্রেপ্তার ২৮৯ জনের মধ্যে ২৯ জন ডাকাত, ২৮ জন ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১০ জন চোর, ১৯ জন মাদক কারবারি, ৪৫ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে বেশ কিছু ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আইএসপিআর বলছে, মঙ্গল ও বুধবার মোহাম্মদপুর, আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় যৌথ অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কামরাঙ্গীরচরে কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’ নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশসহ (সাব্বির) অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন-