সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 23 Feb 2025, 08:37 PM
দেশজুড়ে চলমান যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৫তম দিনে ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে আরও ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে।
এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশি এলজি, একটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি দা ও ছয়টি টি চাকু/ছোরা/ সুইচ গিয়ার উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে বার্তায়।
ডেভিল হান্টে গত ১৪ দিনে সারাদেশে ৭ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আর এই অভিযান শুরুর পর ১৫ দিনে সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ২২ হাজার ৮৬৮ জন।
গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এ অভিযানে নামে যৌথ বাহিনী।
অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিলেও ‘ডেভিল হান্টে’ পৃথক গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ।
পরদিন থেকে গত ১৪ দিনে পৃথকভাবে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তারের তথ্য দিচ্ছে পুলিশ সদর দপ্তর।
এই বিশেষ অভিযানের মধ্যে গত বুধবার গভীর রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ জুম্মন ও মিরাজ নামে দুইজন নিহত হয়েছেন।
পুলিশের ভাষায়, তারা চাঁদ উদ্যান এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’।