উচ্চ মাধ্যমিক: পাসের হারে শীর্ষে কুমিল্লা, জিপিএ-৫ এ ঢাকা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০.৭২%; ঢাকা বোর্ডে পূর্ণ জিপিএ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 08:35 AM
Updated : 8 Feb 2023, 08:35 AM

উচ্চ মাধ্যমিকে পাসের হারে এবার ৯ সাধারণ শিক্ষা বোর্ডে শীর্ষ অবস্থান করেছে কুমিল্লা; আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথমে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এবারের এইচএসসির ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নেওয়া ৮৫ হাজার ৮৮০ শিক্ষার্থীর মধ্যে ৯০ দশমিক ৭২ শতাংশ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

অন্যদিকে, ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২ লাখ ৪৩ হাজার ২২১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৪২১ জন। ঢাকা বোর্ডে এবার ২ লাখ ৬৭ হাজার ৯৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৮৭ দশমিক ৮৩ শতাংশ পাস করেছে।

সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে ৯৪ দশমিক ৪১ ভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে ৯০ হাজার ২৬৬ শিক্ষার্থীর মধ্যে ৯২ দশমিক ৫৬ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন।

রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন। মোট ১ লাখ ২৬ হাজার ৭০০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

যশোর বোর্ডে ৯৮ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ দশমিক ৯৫ ভাগ শিক্ষার্থী পাস করেছে। উত্তীর্ণ ৮২ হাজার ৫০১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন।

চট্টগ্রাম বোর্ডে ৮০ দশমিক ৫০ ভাগ পাসের নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৪ হাজার ৩২ জন। মোট ৯১ হাজার ৯৬০ পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছে।

বরিশালে ৬১ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন।

সিলেট বোর্ডে ৬৬ হাজার ৪৯১ পরীক্ষার্থীর মধ্যে  ৪ হাজার ৮৭১ জন জিপিএ-৫ পেয়েছে। ৫৪ হাজার ১২২ উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।

দিনাজপুর বোর্ডে ৯৯ হাজার ৭০৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৮ হাজার ৮৪৯ জন পাস করেছে। তাদের মধ্যে ১১ হাজার ৮৩০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৯ দশমিক শূন্য ৮ শতাংশ।

ময়মনসিংহ বোর্ডে ৬১ হাজার ৫১৪ পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। ৪৯ হাজার ৪০৬ উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে পাসের পর শতকরা ৮০ দশমিক ৩২ ভাগ।

এক নজরে পাসের হার ও জিপিএ-৫