"এখন পর্যন্ত আগুনের তাপ এবং সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।"
Published : 21 Feb 2025, 10:09 PM
ঢাকার খিলগাঁওয়ে তালতলা মার্কেটের কাছে একটি স মিলে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, "ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।"
ডিএমপির খিলগাঁও জোনের দায়িত্বে থাকা সহকারী কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, "আমরা এখন পর্যন্ত আগুনের তাপ এবং সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।"
এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে আগুন লাগার খবর পান তারা।
তিনি বলেন, "প্রথমে আমাদের দুটি ইউনিট ও পরে আরও ইউনিট যোগ দেয়।"
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের পর তালতলা মার্কেটের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, "ওই স মিল খিলগাঁও থানার কাছেই। পাশের একটি গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়ে যায়।
“ক্রাউডের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছিল। এজন্য আমরা তালতলা মার্কেটের পেছনের দিকের সড়কটির একটি অংশ বন্ধ করে দিই। "
গাড়ির গ্যারেজে আগুন ছড়ানোর পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান ওসি।