আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া সচিবালয়ের মধ্যে বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
Published : 29 Dec 2024, 12:37 AM
গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত অচল ছিল; দুদিন ছুটির পর রোববার সরকারি চাকুরিজীবীরা আবার কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।
আর আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজও রোববার থেকে চলবে। তবে সেগুলো করা হবে সচিবালয়ের বাইরে বিভিন্ন সরকারি সংস্থার ভবনগুলোতে।
এজন্য শনিবার দিনভর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এমন তথ্য মিলেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্ম চালাতে কোনো সমস্যা নেই।
এ কারণে সেসব ভবনে অফিস চালু হওয়ার কথা বলেছেন গণপুর্ত অধিদপ্তরের ইঅ্যান্ডএম বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী নিয়াজ মো. তানভীর আলম।
বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও রোববার সকালে যথারীতি সচিবালয়ের অন্য ভবনগুলোতে অবস্থিত তাদের অফিসে যাওয়ার কথা বলেছেন।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে।
বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। তবে সেদিনই বিদ্যুৎ ব্যবস্থা সচল হওয়ার তথ্য দেন গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিয়াজ।
তিনি বলেন, “৭ নম্বর ভবন ছাড়া বাকিগুলোর বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হয়েছে গেছে। পরশুদিন আগুন লেগেছিল, তার পরের দিনই সবকিছু ঠিক করা হয়েছে। ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলো ব্যবহারের উপযোগী। কাল (রোববার) থেকে সবাই সেসব ভবনে অফিস করবেন।”
>> আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে।
>> সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে।
>> যুব ও ক্রীড়া মন্ত্রণায়ল ক্রীড়া ভবনে।
>> শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে।
>> ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে।
>> ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগারগাঁওয়ের ডাক ভবনে দাপ্তরিক কাজ করবেন।
সচিবালয়ের অন্য ভবনে থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাপ্তরিক কাজ করতে কোনো সমস্যা নেই। রোববার থেকে আমরা সবাই অফিস করছি।”
রোববার থেকে নগর ভবনের খালি পড়ে থাকা কক্ষগুলোয় স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম চালানোর কথা আগেই জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার হেয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, "দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না।”
সচিবালয়ে আগুন: 'গাফিলতি' ছিল অগ্নিনিরাপত্তায়, 'মানা হয়নি' সুপারিশ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলভবনের কিছু কক্ষে রোববার থেকে দাপ্তরিক কিছু কাজ করবেন।
“আমাদের এমনই সিদ্ধান্ত হয়েছে। সেখানে কিছু কক্ষ নেওয়া হবে। আমি রেলের পিআরও এর রুম শেয়ার করব।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা জাতীয় ক্রীড়া পরিষদে দাপ্তরিক কাজ সারবেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল সচিব স্যার জাতীয় ক্রীড়া পরিষদ ভবন পরিদর্শন করেছেন। সেখানে কীভাবে অফিস করা যায় সেভাবে কক্ষবিন্যাস করা হয়েছে। আমরা সেখানে কাল অফিস করব।”
তিনি বলেন, ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে বসবেন। আর অন্য মন্ত্রণায়লের কর্মকর্তারা কাজ করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।
শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা শ্রম ভবনে কাজ করবেন বলে জানিয়েছেন মো. নূর আলম।