গত ২২ অগাস্ট তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
Published : 25 Sep 2024, 07:42 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মামলার শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রাশেদ খান মেননের জামিন চেয়ে ঢাকার মুখ্য মহানগর আদালতে আবেদন করেন আইনজীবী শেখ শারমিন সুলতানা।
বিকালে তার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে তা নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ।
গত ১৭ সেপ্টেম্বর এই মামলায় মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মেননের নির্দেশে অন্য আসামিরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ওই হামলা চালায়।
এজাহারে বলা হয়, হামলার সময় মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করা হয়। তার সমর্থকরা তাকে বাঁচানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয়, তাতে কয়েকজন গুরুতর আহত হন।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই হত্যা মামলায় ১১ দিন রিমান্ডে ছিলেন মেনন। গত ২২ অগাস্ট তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
আব্বাসের ওপর হামলা: ৩ দিনের রিমান্ডে মেনন
ব্যবসায়ী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মেনন