এর আগে দুই মামলায় ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি।
Published : 17 Sep 2024, 01:36 PM
এবার বিএনপি নেতা মির্জা আব্বাসের ওপর হামলার মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক।
এদিন মেননকে আদালতে হাজির করে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। ওই আবেদন বাতিল চেয়ে আসামির জামিন আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মেননের নির্দেশে অন্য আসামিরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ওই হামলা চালায়।
এজাহারে বলা হয়, হামলার সময় মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করা হয়। তার সমর্থকরা তাকে বাঁচানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয়, তাতে কয়েকজন গুরুতর আহত হন।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই হত্যা মামলায় ১১ দিন রিমান্ডে ছিলেন মেনন। গত ২২ অগাস্ট তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।