ভূমিকম্পে আহতদের মধ্যে ১৫টি জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ৪৫৭ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
Published : 06 Apr 2025, 11:19 PM
মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জটিল অস্ত্রোপচারসহ চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে চিকিৎসা সহায়তা দল।
এ পর্যন্ত ১৫ জনের জটিল অস্ত্রোপচার করা হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর বলেছে, এদিন রোববার নেপিডো শহরের ৫০ শয্যার জবুথিরি টাউনশিপ হাসপাতাল, ১০০ শয্যার হাসপাতাল ও ১০০০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ থেকে যাওয়া দলটি।
এদিন মোট ৫০ জন রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং সফলভাবে তিনটি জটিল অস্ত্রোপচার করেছে।
গত ২৮ মার্চ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে বহু ভবন ধ্বসে পড়েছে। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ হাজার।
ভূমিকম্পের পর ১ এপ্রিল থেকে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
এ পর্যন্ত ভূমিকম্পে আহত রোগীদের মধ্যে ১৫টি জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ উদ্ধারকারী দলকে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়ে ভবনে উদ্ধার অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেন।
“এরই ধারাবাহিকতায় শনিবার ও রোববার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে।”
আইএসপিআর বলেছে, “ভূমিকম্পের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা কার্যক্রম টানা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে।”