প্রতারণা বা অনিয়মের অন্য কোনো তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ নম্বরে জানাতে হবে বলেও জানায় দুদক।
Published : 05 Mar 2025, 07:02 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের সদস্যরা অর্থ দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে বা তাদের জানাতে বলেছে সংস্থাটি।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া কেউ যদি দুদকের পরিচয়ে তল্লাশি চালানোর চেষ্টা করে, তাহলে দ্রুত নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।”
তিনি বলেন, “প্রতারকরা সাধারণ মানুষকে হয়রানি করছে এবং দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
দুদকের প্রকৃত তল্লাশি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “কমিশন যখন তল্লাশি চালায়, তখন তা যথাযথ অনুমতি ও নির্ধারিত নিয়ম মেনেই করা হয়। দুদকের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অভিযান পরিচালনা করেন, পরিচয়পত্র বহন করেন এবং ক্ষেত্রবিশেষে নির্ধারিত পোশাক পরিধান করেন।”
প্রতারণা বা অনিয়মের অন্য কোনো তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ নম্বরে জানাতে হবে বলেও জানান এই দুদক কর্মকর্তা।