ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Published : 08 Apr 2025, 08:03 PM
‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ থাকায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর ও তার স্ত্রী কানিজ ফাতেমার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
এছাড়া তমা গ্রুপের চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া, মেয়ে রাসনাত তারিন রহমান ও ছেলে মুকিতুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
একই আদালত স্ত্রীসহ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী ও স্ত্রী-ভাইসহ মাল্টি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
দুদকের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপের চেয়ারম্যানসহ আসামিদের বিরুদ্ধে ‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার’, বিভিন্ন যন্ত্রপাতি ‘আমদানি নামে ভূয়া ঋণপত্র (এলসি) খুলে বিদেশে টাকা পাচার’ ও এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে ‘আত্মসাতের’ অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদক বলেছে, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
৫ ফেব্রুয়ারি রাতে বিমানবন্দর থেকে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকে গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করে দুদক।
আলমগীরের বিরুদ্ধে ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন’ প্রায় ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
তার বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচারের’ একটি অভিযোগ ২০২৩ সালে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের আবেদনে বলা হয়, আসামিদের অনেকেরই বাংলাদেশ ছাড়াও অন্য দেশের নাগরিকত্ব থাকার সম্ভবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হতে পারে।
পাউবো এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো. সফি উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে দরপত্রে ‘দুর্নীতিসহ শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে। সফি উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থেকে বিরত রাখা প্রয়োজন।
মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, স্ত্রী সিলমাত চিশতী, ভাই পিমা ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন আবেদন করেন।
এতে বলা হয়, হাসান তাহের ইমামের বিরুদ্ধে বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ রয়েছে। এই অর্থের মাধ্যমে নিজে ও স্ত্রী সন্তানদের নামে-বেনামে কোটি কোটি টাকার ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগটির অনুসন্ধান চলছে।
আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এমন তথ্য পেয়েছেন দাবি করে দুদকের এই কর্মকর্তা আবেদনে বলেছেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থেকে বিরত রাখা প্রয়োজন।