“জান্নাতির মুখ ও গলায় মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া যায়নি।”
Published : 17 Apr 2025, 12:46 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে বুধবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। রাতে একই গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান।
নিহত ১২ বছর বয়সী জান্নাতি বেগম চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে এবং ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার বেলাল হোসেন (২০) একই গ্রামের আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জান্নাতির মা অসুস্থ নানিকে দেখতে পাশের বাড়িতে যান। এ সময় জান্নাতি বাসায় একা ছিল। কিছুক্ষণ পর ফিরে এসে জান্নাতিতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেতেও খোঁজ করেন।
এ সময় বেলালসহ আরও ৪-৫ জনকে ভুট্টা ক্ষেত থেকে পালিয়ে যেতে দেখেন জান্নাতির মা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সেখানে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় থানায় খবর দেন।
ওসি সেলিম মালিক বলেন, “জান্নাতির মুখ ও গলায় মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা ফজলুল হক বাদী হয়ে বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।”
তিনি বলেন, “জান্নাতির ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার যুবকের পারিবারিক দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। হত্যার পেছনে সেই বিরোধের জের থাকতে পারে।”