Published : 02 Jan 2024, 07:59 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ হবে; নির্বাচন কমিশনের ওয়েবসাইট, অ্যাপ ও স্থানীয় নির্বাচন অফিস থেকে নিজেদের কেন্দ্র জানতে পারবেন ভোটাররা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (http://www.ecs.gov.bd/page/gadgets-for-12th-national-parliament-election) ৩০০ নির্বাচনি আসনের কেন্দ্র তালিকা রয়েছে। এ তালিকা থেকে ভোটাররা জানতে পারবেন তার ওয়ার্ডের জন্য কোনো কেন্দ্র নির্ধারিত রয়েছে। কেবল নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে পারবেন ভোটাররা।
আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। সাধারণত দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে থাকে।
ভোটার সংখ্যা অনুপাতে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। সেজন্য ওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা কক্ষ নির্ধারণ করে দেওয়া থাকে।
এবার ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
ভোটকেন্দ্রে সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপ (Smart Election Management BD) থেকেও জানতে পারবেন ভোটাররা। এটি গুগল অ্যাপ ও অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
অ্যাপটি ইনস্টল করে জন্ম তারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে ভোট কেন্দ্রের ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, প্রার্থীদের প্রতীকের মতো তথ্য জানা যাবে।
এছাড়া স্থানীয় নির্বাচন অফিস থেকেও ভোট কেন্দ্র সংক্রান্ত তথ্য জানা যাবে। নির্বাচন অফিসের ভোটার তালিকা থেকে কোন এলাকার ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন এবং ভোটারদের সিরিয়াল নম্বরও জানা যাবে।
এ তালিকা নিয়েই ভোটের সময় কিংবা এর আগে ভোটারদের তথ্য দিয়ে থাকেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।