জুলিয়ান ফ্রান্সিসের ৮০: ‘আমি এখন বাংলাদেশি, আমি এখানেই থাকব’
তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। তারুণ্যের শুরুতে যোগ দেন উন্নয়নকর্মীর পেশায়। সেই পেশাই তাকে টেনে এনেছিল বাংলার মাটিতে। এখন তিনি বাংলাদেশের নাগরিক, প্রিয় খাবার সর্ষে ইলিশ। অবসর নেবার পর কোনো গ্রামে গিয়ে করতে চান গরুর খামার। ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ জুলিয়ান ফ্রান্সিস জীবনের ৮০ বছর পূর্ণ করলেন মঙ্গলবার। ইনসাইড আউটের বিশেষ পর্বে অতিথি হয়ে এসে তিনি শুনিয়েছেন বাংলাদেশের সঙ্গে জড়িয়ে যাওয়ার গল্প।