দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ধারাবাহিক অভিযান পরিচালনার নির্দেশনার প্রেক্ষিতে দেশজুড়ে এসব অভিযান চলছে।
Published : 13 Jan 2025, 09:38 PM
বায়ু ও পরিবেশ দূষণ রোধে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে ২১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে সব মিলিয়ে ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণকারী প্রতিষ্ঠান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দূষণের দায়ে ঝালকাঠি, ঢাকা ও টাঙ্গাইল জেলায় দুটি ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মামলার ১৩ লাখ টাকা জরিমানা আদায় এবং তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জে একটি ‘স্টিল রি-রোলিং’ মিল থেকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
সীসা বা ব্যাটারি গলানো বন্ধে নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় সাত কোম্পানি থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। এ সময় চার ট্রাক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
কালো ধোঁয়া নির্গমন রাজধানীর বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে চার যানবাহন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জন্য জিগাতলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় এবং তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এছাড়া নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ঢাকার শ্যামলী এলাকায় বিভিন্ন সুপারশপ ও গোপালগঞ্জে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক মামলার ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ধারাবাহিক অভিযান পরিচালনার নির্দেশনার প্রেক্ষিতে দেশজুড়ে এসব অভিযান চলছে।
তার আগের সপ্তাহে মোট ৭৪টি ভ্রাম্যমাণ আদালতে মোট ২০৬টি মামলা করার পাশাপাশি ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।