এর বাইরে অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ১১১টি মামলা করা হয়েছে।
Published : 16 Jan 2024, 11:16 PM
ভোটের মাঠে বিভিন্ন অপরাধে প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার ৫১টি মামলা হওয়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এসব মামলার মধ্যে ৭৮৪টিতে ১০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ২৬৭ মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর বাইরে নির্বাচনি অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ১১১টি মামলা হয়েছে বিভিন্ন থানা ও আদালতে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে গত ২৮ নভেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মাঠে ছিলেন তিন সহস্রাধিক নির্বাহী ও বিচারিক হাকিম। তাদের মধ্যে নির্বাহী হাকিমরা তাৎক্ষণিক বিচারে জরিমানা ও সাজা দিয়েছেন।
আচরণবিধি ভঙ্গে ৭৪৬ জনকে শোকজ, ৭০ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
আর বিচারিক হাকিমদের নিয়ে প্রতিটি আসনে প্রথমবারের মতো নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করে দেয় ইসি। এ কমিটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রার্থী ও তার সমর্থকদের তলব করে ব্যাখ্যা নেন।
গুরুতর ক্ষেত্রে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে মামলার নির্দেশ দেয় ইসি।