আদাবর থানায় পোশাককর্মী রুবের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরহাদ হোসেনসহ অনেককে আসামি করা হয়েছে।
Published : 19 Sep 2024, 07:23 PM
ঢাকার আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক।
ফরহাদ হোসেনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিনের জন্য আবেদন করেন।
শাহীন বলেন, ফরহাদ হোসেনকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে রুবেল হত্যাকাণ্ডের কোনো ধরনের প্রমাণ রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি।
শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. রাগীব নূর।
ফরহাদ হোসেনকে ১৪ সেপ্টেম্বর রাতে ঢাকার নিউ ইস্কাটন এলাকা থেকে র্যাব আটক করে, পরদিন ১৫ সেপ্টেম্বর আদাবর থানায় তাকে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবর থানার রিং রোড এলাকায় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা একটি প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
২২ অগাস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমন অন্তর্ভুক্ত রয়েছেন।