বিএনপির পদযাত্রা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়; আওয়ামী লীগের শোভাযাত্রা বিকাল ৫টায় শুরু হয়ে শেষ হয় ঘণ্টাখানেক পর।
Published : 18 Jul 2023, 08:32 PM
দিনের দুই ভাগে দুই রাজনৈতিক কর্মসূচিতে রাজধানী ঢাকার দুই অংশের প্রধান প্রধান সড়ক যানজটে ছিল স্থবির; এর প্রভাব দেখা গেছে নগরীর অন্য সড়কগুলোতেও। তবে কোথাও কোথাও সড়কের এক পাস ছিল ফাঁকা, গাড়ি চলেছে অন্য দিনের চেয়ে দ্রুত গতিতে।
মঙ্গলবার সকালের দিকে গাবতলীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে জমায়েত শুরু হলে ওই সড়কে যাতায়াতকারীদের দিন শুরু হয় যানজট দিয়ে। পদযাত্রায় অংশ নিতে সকাল সাড়ে নয়টার আগেই সেখানে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। সাড়ে ১০টায় পদযাত্রা শুরুর আগে সমাবেশকালেও এক পথে চলেছে গাড়ি। তবে বেলা ১১টার কিছু সময় পর পদযাত্রা শুরুর আগে ও পরে সেখানে উভয় পথেই যান চলাচল বন্ধ রাখা হয় প্রায় ঘণ্টা খানেক।
এতে একদিকে গাবতলীর আশেপাশে যেমন যানজট বেড়েছে, অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে শহরে গাড়ি ঢোকার মুখে দীর্ঘ যানজট তৈরি হয়।
সকাল সাড়ে ১০টায় কল্যাণপুরে লাব্বাইক পরিবহনের বাসের হেলপার মো. ইসমাঈল বললেন, তারা সকালের ট্রিপে গাড়ি নিয়ে গাবতলী পর্যন্ত যেতে পারেননি। যানজটের কারণে মাজার রোড থেকেই গাড়ি ঘুরিয়ে চলে আসেন।
সাভার প্রতিনিধি জানান গাবতলী থেকে সাভারের সালেহপুর ব্রিজ এলাকায় প্রায় ২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, গাবতলীতে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেইনে আমিনবাজার এলাকা পর্যন্ত কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এরপর পদযাত্রা গাবতলী ছেড়ে টেকনিক্যাল মোড় হয়ে মিরপুরের দিকে এগোতে থাকে। মিছিলের পিছু পিছু বাড়তে থাকে যানজট। ওই সময় গাবতলী ও শ্যামলীর পথে সড়ক ফাঁকা হয়ে যায়, তবে যানজটের কবলে পড়েন মিরপুরবাসী।
বিএনপির দীর্ঘ এ পদযাত্রা মিরপুর ১ ও মিরপুর ১০ নম্বরের গোলচত্বর পেরিয়ে বিজয় সরণি ধরে মগবাজার, পল্টন ও মতিঝিল হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ের পথে যখন এগিয়েছে, সেপথেই যানজটের পাশাপাশি গাড়ি সংকটে পড়েন নগরবাসী।
বেলা ১১টায় শুরু হওয়া পদযাত্রা বিকাল ৬টায় গিয়ে শেষ হয় বাহাদুর শাহ পার্কের কাছে রায়সাহেব বাজার মোড়ে।
ঢাকার প্রধান সড়কে দীর্ঘসময়ের এ পদযাত্রায় দুপুর ও বিকালের প্রথমভাগে মিরপুর ও আগারগাঁও এলাকায় যানজটের প্রভাব পড়েছে বিমানবন্দর-বনানী সড়কেও।
এসময় আশেপাশের এলাকার সড়কগুলোতেও কিছু সময়ের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকার ভোগান্তি তৈরি হয়েছিল। তবে সড়কের অপর অংশ ছিল ফাঁকা।
বেলা দেড়টার দিকে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক মো. মোস্তাকিম বলেন, তিনি কাকরাইল থেকে অল্প সময়েই মোহাম্মদপুর ঘুরে আবার মহাখালী এসেছেন। রাস্তা ফাঁকাই।
হাজারো নেতাকর্মীর দীর্ঘ পদযাত্রা বিকাল সোয়া ৩টার দিকে বিজয় সরণি অতিক্রমের সময় ট্রাফিক পুলিশ তিন দিকের রাস্তা বন্ধ করে দেয়। এতে সংযোগ সড়কগুলোতে বেশ যানজটের সৃষ্টি হয়।
মহাখালীতে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীতে পদযাত্রা পার হওয়ার সময় রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে ফার্মগেট ও মিরপুরমুখী গাড়িগুলো মহাখালীতে ১০ মিনিটের কিছুটা বেশি সময় আটকে ছিল। পদযাত্রা চলে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
দুই দিন ঢাকা থাকবে পদযাত্রা ও শোভাযাত্রার দখলে
বিকালের দিকে পদযাত্রা পল্টন ও মতিঝিলে পৌঁছালে ওই এলাকায় যানজট বাড়তে থাকে। একপথে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও অন্যপথে পদযাত্রার পেছনে ধীরগতিতে এগোতে থাকে গাড়ি। অফিস ফেরত মানুষ পড়েন দুর্ভোগে।
এর কাছাকাছি সময়ে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রার কর্মসূচিতে যোগ দিতে চারদিক থেকে নেতাকর্মীদের আসা শুরু হয়।
একদিকে পদযাত্রার কারণে সড়কে তৈরি হওয়া চাপ এবং শোভাযাত্রার কারণে বিভিন্ন সড়কে মিছিলের কারণে শাহবাগ, মৎস্যভবন থেকে শুরু করে কাকরাইল, পল্টন, মতিঝিল, টিকাটুলি এবং মগবাজার, মালিবাগসহ শহরের মধ্যাঞ্চলের সড়কগুলো যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে।
বিকালে মৎস ভবনের সামনের সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল আর গাড়িতে সড়কের দুইপাশে কোনো দিকে যাওয়ার পথ ছিল না অনেকটা সময়জুড়ে।
বাহন পরিবহনের বাসে বসে থাকা এক যাত্রী বলেন, মিরপুর থেকে রওয়ানা দিয়েছি ভালোই। অনেকটা পথ পেরিয়ে এসে আটকে গেছি কাকরাইল মসজিদের সামনে। ঘণ্টা হয়ে গেল গাড়ি এগুচ্ছে না। গরমে অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে।
তবে মৎস্য ভবনমুখী এ সড়কে জট তীব্র হলেও মগবাজার যাওয়ার রাস্তা ছিল তখন ফাঁকা। কাকরাইল মসজিদের সামনে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ জাকির হোসেন বলেন, “সামনে প্রোগ্রামের কারণে গাড়ি ছাড়া যাচ্ছে না। তাই লাইন দীর্ঘ হচ্ছে।”
রমনা বিভাগের উপকমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৎস্য ভবন, শাহবাগ, সাইন্সল্যাব সড়কে সন্ধ্যা সাড়ে ৭টার পরে যানজটের সমস্যা আর নেই।
পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, পদযাত্রা ও শোভাযাত্রার সময়ে অনেকগুলো সড়ক বন্ধ থাকায় যানজট দেখা দিয়েছে।
ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার তারেক সেকেন্দার বেলা ৩টার দিকে জানান, বিএনপির পদযাত্রার মিছিলটি যাওয়ার পর কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। তবে উল্টোপথ একেবারেই ফাঁকা, কোনো যানজট নেই।
মঙ্গলবার দুই দলের রাজনৈতিক কর্মসূচিতে ঢাকার যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন শঙ্কা আগে থেকেই ছিল অনেকের। এজন্য অনেকেই দেখে শুনে পথে নেমেছেন। অপরদিকে কিছু আন্তর্জাতিক ও করপোরেট প্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘরে থেকে কাজ করার বার্তা দেয় আগের দিন। যে কারণে রাস্তায় লোকজন ছিল অন্যদিনের চেয়ে কম।
এদিন নগরের কিছু রুটে কিছু সময় বাসও চলেছে কম। অন্য সময় মগবাজার থেকে মহাখালী সড়কে বাসের অভাব না থাকলেও মঙ্গলবার বাস তেমন ছিল না। বিকালের দিকে পদযাত্রা বিজয় সরণি পার হতে শুরু করলে সেই সুযোগটা নেন সিএনজি অটোরিকশা চালকরা। স্বাভাবিকের থেকে অনেক বেশি ভাড়া হাঁকছেন তারা।
অনেকক্ষণ বনানীগামী বাসের জন্য অপেক্ষার পর হাল ছেড়ে দেন নোমান ও তার বোন নাফিসা। রাস্তায় কোনো বাস নাই জানিয়ে নাফিসা বলেন, “বনানীতে আমার বড় বোনের বাসা। সেখানে যাব, কিন্তু পাচ্ছি না। সিএনজি নিব, কিন্তু দাম শুনলে তো মন চায় পালাই এখনই।”