“কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদের অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে, তা নির্ধারণ করবে প্রাথমিক কমিটি,” বলেন উপদেষ্টা।
Published : 09 Sep 2024, 11:52 PM
দেশ সংস্কারের প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকার পুলিশি ব্যবস্থারও সংস্কার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এজন্য একটি কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, “এখনও কোনো কমিটি হয়নি। তবে শিগগির পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটি গঠন করা হবে। কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদের অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে, তা নির্ধারণ করবে প্রাথমিক কমিটি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সোমবার বিকালে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত নিয়ে পরবর্তী কার্যক্রম করা হবে।
“সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।”
ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ছাড়াও বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সংস্কারের সময় পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জনের দিকে বেশি নজর দেওয়ার কথা বলেন। সুশীল সমাজের প্রতিনিধি সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে আলোচনা করে মতামতের মাধ্যমে তিনি সংস্কারের পরামর্শ দেন।
বাংলাদেশে গত অগাস্টের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে স্টেফান লিলার বলেন, ইউএনডিপি এ ব্যাপারে সমীক্ষা চালাচ্ছে এবং এক বিলিয়ন ডলার ব্যয় করা হবে।
বৈঠকে ইউএনডিপির অ্যাডভাইজর সিমোন বোনেশি, ডেমোক্রেটিক গভর্নেন্স পোর্টফলিও বিষয়ক ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।