‘রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে পুলিশ সংস্কার স্থায়ী হবে না’
“১৯৭১ সালের পর থেকে দেশের রাজনীতিবিদরা পুলিশকে কখনও ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়নি’। যারা রাজনীতিবিদ আছে, তারা চান না পুলিশ সংস্কার হোক। কাজেই আমাদের আগে ‘রাজনৈতিক রিফর্ম’ করা দরকার,” বলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি নেছার উদ্দিন।