মিড ডে মিলে বিস্কুটের পাশাপাশি ডিম, দুধ ও ফল রাখার কথা বলেন তিনি।
Published : 26 Feb 2025, 11:56 PM
দেশের ১৫০ উপজেলার স্কুলে শিগগিরই মিড ডে মিল চালুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
এর জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভাতেই অর্থ পাশ হওয়ার আশা করছেন তিনি।
বুধবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রথম পর্যায়ে আমরা ৬২টি জেলা থেকে ১৫০টি উপজেলা দারিদ্র্যের ইনডেক্স অনুযায়ী বাছাই করব। অন্য দুটি জেলায় ইতিমধ্যে অন্য প্রকল্পের আওতায় চালু হয়ে গেছে।”
মিড ডে মিলে বিস্কুটের পাশাপাশি ডিম, দুধ ও ফল রাখার কথা বলেন তিনি।
গণসাক্ষরতা অভিযানের ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় বিষয়টি নিয়ে কথা বলেন বিধান রঞ্জন রায়। তিনি বলেন, “…আমরা ভাবছি বাচ্চাদের উপর কী বইয়ের বোঝা হচ্ছে? পরীক্ষার চাপ হচ্ছে? কিন্তু বেশিরভাগ অভিভাবক ভাবে পরীক্ষা আরও দেওয়া দরকার, আরও বেশি চাপে ফেলা দরকার এবং দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ শিক্ষকও তাই ভাবে।”
সামাজিক বৈষম্য দূর করতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি তাই করার চেষ্টা করছি। সে (শিক্ষার্থী) যেন মনের ভাবটা প্রকাশ করতে পারে, যোগ-বিয়োগ, গুণ-ভাগটা করতে পারে। আমি যদি ওইটুক করতে পারি, আমি মনে করব আমি সার্থক। আমার লক্ষ্য এতটুকুতেই সীমিত।”
সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মনজুর আহমেদ, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বক্তব্য দেন।