ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত ২২ উপজেলার মধ্যে ২০টিতে ভোট হবে ৯ জুন; স্থগিত অন্য দুই উপজেলার ভোট হবে চতুর্থ ধাপের সঙ্গে।
Published : 29 May 2024, 04:05 PM
ঘূর্ণিঝড় রেমেলের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত হওয়া উপকূলীয় ২০ উপজেলা পরিষদে ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ৯ জুন এসব উপজেলায় ভোট হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
উপজেলাগুলো হল- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও নেত্রকোণার খালিয়াজুরী।
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ঘূর্ণিঝড়ের কারণে সোমবার উপকূলীয় ১৯ উপজেলা পরিষদের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরদিন মঙ্গলবার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির কারণে চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া এবং নেত্রকোণার খালিয়াজুরীর ভোটও স্থগিত করা হয়। আর আইনি জটিলতায় কুমিল্লার চান্দিনার ভোটও আটকে যায়।
বুধবার নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, “স্থগিত উপজেলাগুলোর ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। উপকূলীয় এলাকাগুলোয় ভোট হবে ৯ জুন। আর চাঁদপুরের ফরিদঞ্জ ও কচুয়া উপজেলায় ভোট হবে চতুর্থ ধাপের ভোটের দিন (৫ জুন)। মামলার কারণে স্থগিত কুমিল্লার চান্দিনা উপজেলারও ভোট হবে একই দিনে।”
সেক্ষেত্রে চতুর্থ ধাপে ভোট হবে ৫৭ উপজেলায়।
দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে চার শতাধিক উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় গত ৮ মে, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ২১ মে আর ৮৭ উপজেলায় তৃতীয় ধাপে ভোট হয় বুধবার।
আগামী ৫ জুন চতুর্থ ধাপের ভোট রয়েছে। এরপর ৯ জুন স্থগিত উপজেলার ভোট হবে আরেকটি ধাপে।
পুরনো খবর-