তারেক-জোবায়দার মামলায় আরও ২ জনের সাক্ষ্য

এ নিয়ে মামলাটিতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 03:19 PM
Updated : 1 June 2023, 03:19 PM

খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামানের আদালতে সুন্দরবন এয়ার ট্রাভেলসের সিনিয়র সেলস অফিসার মো. গোলাম কিবরিয়া ও হিসাবরক্ষক মো. শেখ মুজিবুর রহমান সাক্ষ্য দেন।

আগামী ৪ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে।

আসামিরা পলাতক থাকায় তাদের আইনজীবীরা সাক্ষীদের জেরা করার সুযোগ পাচ্ছেন না বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান।

গত ২১ মে মামলার বাদী দুদকের উপপরিচালক জহিরুল হুদা সাক্ষ্য দিলে মামলাটির বিচার শুরু হয়।

বুধবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের হট্টগোলের মধ্যেই আরেক সাক্ষীর সাক্ষ্য নেয় আদালত। অভিযোগপত্রভুক্ত ৫৭ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল।

গত ১৩ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়েছিল।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক গ্রেপ্তার থাকা অবস্থায় ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক জহিরুল হুদা। তিনি সম্প্রতি আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন।

মামলায় অভিযোগ করা হয়, তারেক ও জোবায়দার ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার অবৈধ সম্পদ রয়েছে।

আরও পড়ুন

Also Read: গোলযোগের মধ্যেই তারেক-জোবায়দার মামলায় আরেকজনের সাক্ষ্যগ্রহণ

Also Read: হট্টগোলের মধ্যেই তারেক-জোবায়দার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ

Also Read: আদালতে হট্টগোল: বিএনপিপন্থি আইনজীবীদের নামে জিডি, ফের ধাক্কাধাক্কি