লিখিত পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা পিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Published : 24 Mar 2025, 04:53 PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছে।
আগামী ৮ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এক যোগে এ লিখিত পরীক্ষা নেবে পিএসসি।
দুই দফায় প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।
সোমবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওই দিন থেকে আটটি বিভাগীয় শহরে এ বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
“৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি এখনও প্রকাশিত হয়নি।”
সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে জানান এস এম মতিউর রহমান।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ এপ্রিল; তাতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন।
গত ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।
পরে গত ২৭ নভেম্বর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের প্রকাশ করেছে পিএসসি।