“তারা আরও বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন করতে এর কোনো বিকল্প নেই”, বলেন তিনি।
Published : 09 Dec 2024, 08:38 PM
গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা জনা তিরিশের কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ‘তাদের কিছু করার ছিল না।’
সোমবার সংসদ সচিবালয়ে এই বৈঠকে অংশ নেন সাবেক রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা, ছিলেন সিনিয়র সহকারী সচিবও।
সংস্কার কমিশনের সদস্য ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪-মূলত এ তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এসব কর্মকর্তা। আমরা তাদের ভোটের সময়কার সিচুয়েশন, কী অসুবিধা হয়-এসব জেনেছি। তারা বিভিন্ন সিচুয়েশন ব্যাখ্যা করলেন।”
বদিউল আলম মজুমদার বলেন, “উনারা (কর্মকর্তারা) ওনাদের অভিজ্ঞতার বর্ণনা করেছেন। উনারা বলেছেন উনাদের তেমন কিছু করার ছিল না। ‘কলকাঠি’ অন্য জায়গা থেকে নাড়ানো হয়েছে।
“এক অর্থে বলতে গেলে উনারা অসহায় ছিলেন। তবে যারা নিচের কর্মকর্তা, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি প্রশ্ন তুলেছেন। তারা মূল কথা বলেছেন আমাদের দেশ একটি ‘পুলিশি রাষ্ট্র’ হয়ে গিয়েছিল।”
উচ্চ আদালতের রায়ের পর ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর হওয়া তিনটি জাতীয় নির্বাচন নিয়েই আছে নানা প্রশ্ন।
২০১৪ সালের দশম এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত ও সমমনারা বর্জন করে, ২০১৮ সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ উঠে।
এই তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা নির্দলীয় সরকারের অধীনে ভোটের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বলেও সাংবাদিকদেরকে বলেছেন বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, “তারা আরও বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন করতে এর কোনো বিকল্প নেই।
“তারা বলেছেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে প্রস্তুত নই’। তার মানে নির্বাচনের সময় একটি অন্তর্বর্তী সরকার থাকতে হবে। তা না হলে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন হবে না ।”
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিকভাবে সব শ্রেণি পেশার নাগরিকদের মতামত নিচ্ছে। এখন বিভাগীয় পর্যায়েও মতামত নেওয়ার কাজ চলছে।
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে বদিউল
আগের নির্বাচনে 'অপরাধ অনেক', জড়িতদের বিচারের আলোচনাও হয়েছে: বদিউল