"আমরা ন্যায়বিচার পাচ্ছি না। সরকারও এই বিষয়ে তৎপর না। ছয় মাস হয়ে গেলেও এখনো কেউ খোঁজ নেয়নি।”
Published : 06 Feb 2025, 02:04 PM
জুলাই অভ্যুত্থান দমাতে হত্যার ঘটনার দ্রুত বিচার এবং আহতদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ ও আহতদের স্বজনরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা শাহাবাগ মোড় আটকে অবস্থান নিলে ঢাকার গুরুত্বপূর্ণ ওই মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বেলা ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা এখনও সড়ক আটকে অবস্থান নিয়ে আছেন। তারা বিচার ও পুনর্বাসন চান।"
শহীদ ও আহতদের স্বজনদের দাবিগুলো হল– প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করা, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের সঙ্গে আলোচনা করে ন্যায্য হারে মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করা।
এ সময়য় তাদের হাতে নিহত-আহতদের ছবিসহ প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। দাবি আদায়ে তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাচ্ছেন।
যাত্রাবাড়ী এলাকায় গত ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহত কিশোর আমিনুল ইসলাম আমিনের মা সেলিনা বেগম বলেন, "আমরা ন্যায়বিচার পাচ্ছি না। সরকারও এই বিষয়ে তৎপর না। ছয় মাস হয়ে গেলেও এখনো কেউ খোঁজ নেয়নি। আমরা শহীদদের স্বীকৃতি ও বিচার চাই।"
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেন অভ্যুত্থানে আহত-নিহতদের স্বজনরা। সেখানে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা না বলা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।