Published : 03 Apr 2025, 09:42 PM
ঈদের লম্বা ছুটি কাটিয়ে মানুষ এখনো সেভাবে ঢাকায় ফিরতে শুরু করেনি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, চাপ শুরু হবে শুক্রবার থেকে, যানজটের শঙ্কাও করছেন কেউ কেউ।
তবে হাইওয়ে পুলিশ বলছে, ঈদের আগে যেরকম নির্বিঘ্নে মানুষ বাড়ি গেছে, ফেরাটাও সেরকমই হবে, তবে ফেরার সময় পথে চাপ থাকবে ‘একটু বেশি’।
টানা নয় দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ সপ্তাহেই খুলবে।
ঈদের আগে যেমন সপ্তাহব্যাপী মানুষ বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছে, ফেরার সময় বেশি ভিড় হবে শুক্র ও শনিবার। এই দুইদিন ঢাকা- উত্তরবঙ্গ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
তবে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা বলছেন, “বাড়ি যাওয়ার সময় সবাই যেভাবে স্মুদলি গেছেন, ফেরাটাও সেরকম হবে বলে আমরা আশা করছি। মঙ্গলবার থেকেই ফোর্স মোতায়েন করা হয়েছে। বুধবার অফিসারদের ব্রিফ করা হয়েছে।”
হাইওয়ে পুলিশের প্রধান বলছেন, “ফিরতি যাত্রায় একটু প্রেশার থাকবে, কিন্তু আমরা আশা করছি সামাল দিতে পারব।”
দেশের অন্যতম বাস অপারেটর হানিফ এন্টারপ্রাইজের উত্তরবঙ্গ সেকশনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ঈদের পরের দুইদিন যাত্রী পাননি তারা।
“আজকে (বৃহস্পতিবার) একটু লোকজন আসতেছে। তবে ৪, ৫, ৬ ও ৭ তারিখের কোনো সিট নাই, সব বিক্রি।”
বিশেষ করে ৪ ও ৫ এপ্রিল রাস্তায় চাপ থাকবে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, “এই দুই দিন খুব ভিড়। রাস্তায় চাপ থাকবে। তবে প্রশাসন যদি রাস্তায় থাকে, তাহলে সেরকম ভয়ঙ্কর জ্যাম হবে না। কারণ রাস্তার যে অবস্থা, তাতে জ্যাম হওয়ার কথা না। যাওয়ার সময় যে রকম হয়েছে ফেরার সময়ও সেরকম হবে; আমরা সেরকমই আশা করি।”
ঢাকার গাবতলী কেন্দ্রিক বাস বন্দোবস্তকারী ঠিকাদার মো. আল আমিন বলছেন, ঈদ উপলক্ষে ঢাকার নগর পরিবহন ও আশপাশের রুটে চলাচলকারী বাসগুলো এখন সব উত্তরবঙ্গ, চট্টগ্রাম, বরিশালসহ দেশেরে আনাচে কানাচে রিজার্ভ ভাড়ায় গেছে। পোশাক কারখানা খোলার পর এই গাড়িগুলো শহরে ঢুকতে শুরু করলেই যানজট তৈরি হবে।
“এই মুহূর্তে শুধু রংপুরের মডার্ন মোড় ও আশপাশের এলাকায় নাহলেও দুইশ গাড়ি ওয়েটিংয়ে আছে। এগুলো সব ঢাকা-পাটুরিয়া, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী পরিবহন। এগুলো রিজার্ভে নিয়ে গেছে গার্মেন্টসের লোকজন।
“শুক্র ও শনিবার থেকে এগুলো ফেরা শুরু হবে। গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর এসব এলাকাতেও প্রচুর গাড়ি গেছে। আমাদের গাড়ি আজেকে আসতেছে লক্ষ্মীপুর, ফেনী থেকেও। আবার অনেক গাড়ি (রিজার্ভে) গেছে কক্সবাজার। সেগুলো আজকে আসতেছে। এগুলোর অনেকগুলো আবার যাবে উত্তরবঙ্গে। গার্মেন্টস খুলবে ৮-৯ তারিখ থেকে। ওই গাড়িগুলো যাবে ওয়ার্কারদের আনতে। তারা ঢাকায় ঢুকতে শুরু করলেই যানজট শুরু হয়ে যায়।”