৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার দাবিও করেছে নবগঠিত দলটি।
Published : 10 Apr 2025, 10:17 PM
সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে চাকরির নিয়োগ পরীক্ষায় ‘হয়রানি ও অস্বচ্ছতা’ নিরসনে সব পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বিসিএসের নানা কার্যক্রম নিয়ে পিএসসির সামনে একদল নিয়োগপ্রার্থীর আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল পিএসসি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তারা সেখানে চলমান বিসিএসের জট নিরসনের দাবি তুলে ধরেন।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া ও ফয়সাল মাহমুদ শান্ত।
প্রতিনিধি দল পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের কাছে স্মারকলিপি জমা দেন।
এনসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে- জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪তম বিসিএসের সব ভাইভা শেষ করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।
বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রিলিমিনারি পরীক্ষার নাম্বারসহ ফলাফল, কাট মার্কস ও সঠিক উত্তর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানান এনসিপির নেতারা।
তাদের দাবির মধ্যে আরও ছিল- ভাইভা শুরুর আগেই লিখিত পরীক্ষার ফলাফল নম্বরসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।