তারা বাদাম বিক্রির আড়ালে গাঁজার কারবার করতেন।
Published : 02 Feb 2024, 04:44 PM
গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তাররা হলেন আব্দুল আজিজ (২৮), তার ভাতিজা সাইদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং আজিজের বেয়াই রমজান আলী (৪৫)।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসিন বলেন, বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা বাদাম বিক্রির আড়ালে গাঁজার কারবার করতেন।
তিনজন তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা জানিয়ে ওসি মোহসিন বলেন, আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে ৭টি এবং জাহিদুলের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।
“তারা তেজকুনিপাড়ায় একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে গাঁজা বিক্রি করত। গাঁজাকে বাদামের প্যাকেটের মতো করে রাখা হত আর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যেত।”