গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়।
Published : 10 Oct 2024, 03:06 PM
ক্ষমতার পালাবদলের পর দুই মাসে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী।
বুধবার তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে বিগত আওয়ামী লীগ সরকার জেলা ও দায়রা জজ করে চট্টগ্রামে পাঠিয়েছিল আড়াই মাস আগে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়। এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্যই তাকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে সে সময় আলোচনা ছিল।
যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর তাকে সচিব হিসাবে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের সচিব করা হয় গোলাম রব্বানীকে।
অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এই সরকারি কর্মকর্তা।
তার অবসরের প্রজ্ঞাপনে বলা হয়, বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস তিনি পূর্ণ গড় বেতনে অবসরোত্তর ছুটি পাবেন।
বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ২০২২ সালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে পান। রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী এ পদ জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। এর রব্বানী তিনি ছিলেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার, যে পদটি মর্যাদার দিক দিয়ে সচিব পর্যায়ের।
পুরনো খবর
আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্বে গোলাম রব্বানী
চট্টগ্রাম ঘুরে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন রব্বানী
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী