সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী

সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পেয়েছেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 04:05 PM
Updated : 22 Oct 2019, 04:05 PM

মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করে আসা মো. জাকির হোসেনসহ মোট ৯ জন গত রোববার হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে পান। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে শপথ নেন তারা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদটি শূন্য হওয়ায় সেখানেই বুধবার গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি পাওয়া গোলাম রব্বানী ১৯৯১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। পরে জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ পেয়ে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

জামালপুরের যুগ্ম জেলা জজ এবং দুর্নীতি দমন কমিশনের আইন শাখায় দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ২০১৭ সালের ৩১ অক্টোবর হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রারের দায়িত্ব পান।