২০১৫ সালে তৈরি করা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদটি রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। কিন্তু গোলাম রব্বানীকে নতুন করে সেই সিঁড়ি বাইতে হবে।
Published : 13 Aug 2024, 10:57 PM
সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে মাত্র দেড় মাস আগে জেলা ও দায়রা জজ করে পাঠানো হয়েছিল চট্টগ্রামে, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তাকে ফিরিয়ে আনা হচ্ছে ঢাকায়।
আইন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে।
আমলাতান্ত্রিক কারণে রব্বানী প্রাথমিকভাবে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে যোগ দেবেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি এ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার পদে বসতে যাচ্ছেন।
২০১৫ সালে তৈরি করা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদটি রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। কিন্তু গোলাম রব্বানীকে নতুন করে সেই সিঁড়ি বাইতে হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হওয়ার আগে তিনি ছিলেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার, যে পদটি মর্যাদার দিক দিয়ে সচিব পর্যায়ের।