শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখারপুল, পলাশী এবং বকশীবাজার ক্রসিংয়ে যানবাহন ডাইভারশন করা হবে।
Published : 19 Feb 2025, 04:50 PM
একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের যাতায়াতের পথ ঠিক করে দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থানের পথ নির্ধারণ করা হয়েছে।
আর শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখারপুল, পলাশী এবং বকশীবাজার ক্রসিংয়ে যানবাহন ডাইভারশন করা হবে।
সর্বসাধারণকে এই পথ অনুসরণের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর এবার অন্তর্বর্তী সরকারের অধীনে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হতে যাচ্ছে।