আরও তিন কোটি স্মার্টকার্ড বিতরণ হবে

সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে টিসিবির জন্য চিনি ও তেল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 12:35 PM
Updated : 9 May 2023, 12:35 PM

নতুন করে আরও তিন কোটি ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এজন্য স্মার্টকার্ড সংগ্রহে কেনাকাটার একটি প্রস্তাব পাস হয়েছে।

অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বৈঠকের বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিইএ- ২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এসব স্মার্টকার্ড কেনা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের এ প্রকল্পের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে তিন কোটি ‘ব্ল্যাংক স্মার্টকার্ড’ ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

Also Read: ২০২২ সালের মধ্যে ১১ কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড

Also Read: বিশ্ববাজার থেকে আরও কমে চিনি কিনছে সরকার

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস শীর্ষক এ প্রকল্প ২০২০ সালের ২৫ নভেম্বর অনুমোদন দেওয়া হয়েছিল।

দেশে এখন ১১ কোটি ৯০ লাখের কাছাকাছি সংখ্যার ভোটার রয়েছে। ২০১৬ সাল থেকে নাগরিকদের স্মার্টকার্ড দেওয়া শুরু হয়েছিল।

প্রাথমিকভাবে আগের তালিকার ৯ কোটি ভোটারের জন্য স্মার্টকার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে প্রথম পর্যায়ের প্রচেষ্টায় এ পর্যন্ত সাড়ে সাত কোটি স্মার্টকার্ড মুদ্রণ ও বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এটি ছাড়া বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে টিসিবির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্মার্ট মেট্রিক্স ৬৬ কোটি ৭৯ লাখ টাকায় এই চিনি সরবরাহ করবে। এতে প্রতিকেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা।

এছাড়া এদিন বৈঠকে সরকারি এ বিপণন সংস্থার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কোটি ১০ লাখলিটার সয়াবিন তেল কেনারও অনুমোদন দেওয়া হয়; যাতে প্রতি লিটারের দাম দাঁড়াচ্ছে ১৪৬ টাকা ১০ পয়সা। ভারতের গোভেন ট্রেডার্স এ তেল সরবরাহের দায়িত্ব পাচ্ছে।