বিআরটির পাশাপাশি এদিন ঢাকা-গাজীপুরের মধ্যে চালু হতে যাওয়া নতুন ৪ ট্রেনেরও উদ্বোধন করা হবে।
Published : 15 Dec 2024, 12:59 AM
গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত অবশেষে চালু হচ্ছে বিআরটির বাস সেবা; ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত চালু হচ্ছে চারটি কমিউটার ট্রেনও।
রোববার রাজধানীর অদূরের এ শহরের সঙ্গে যোগাযোগ সহজ করতে এ দুই পরিবহন সেবার উদ্বোধন হচ্ছে।
শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এ পথে বাস সেবা পরিচালনা করবে। প্রাথমিকভাবে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পৃথক লেনে যাত্রী সেবা দেবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, রোববার উদ্বোধন হওয়ার পর সোমবার থেকে এ রুটে যাত্রী পরিবহন শুরু করবে বিআরটিসির বাস।
রোববার সকালে গাজীপুরে এ সেবা উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে, বিআরটি লেনে শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার দূরত্বের ভাড়া নেওয়া হবে ৭০ টাকা। শিববাড়ি থেকে বিমানবন্দর হয়ে গুলিস্তান পর্যন্ত ভাড়া লাগবে ১৪০ টাকা।
২০১২ সালের ১ ডিসেম্বর একনেক বিআরটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শুরুতে ব্যয় ধরা হয় ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ডিসেম্বরে। এরপর কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। সেটিও হয়নি। সবশেষ বলা হয়েছিল, চলতি বছরের অগাস্টে কাজ শেষ হবে।
এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিআরটি প্রকল্পে ব্যাপক ভাঙচুর করা হয়। ফলে প্রকল্পের উদ্বোধন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে সরকার আবার ডিসেম্বরে উদ্বোধনের কথা জানায়।
দীর্ঘ সময় ধরে এ প্রকল্পের কাজের কারণে এ পথের, বিশেষত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন সময়ে দুর্ঘটনায় অন্তত ছয়জনের নিহত হওয়া ছাড়াও প্রকল্পের অব্যবস্থাপনা নিয়ে গাজীপুরের মানুষ বারবার ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশেষায়িত বাস দিয়ে ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহনের লক্ষ্য ছিল এ প্রকল্পের। তবে শুরুতে বিশেষায়িত বাস থাকছে না। এই প্রকল্পে যাত্রী পরিবহন শুরু হচ্ছে বিআরটিসির বাস দিয়ে।
চার জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু
রোববার থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হবে।
রোববার সকাল ৭টায় গাজীপুরে এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪ নামে এসব ট্রেন চলাচল করবে।
ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এসব ট্রেন বিরতি দেবে।
শুক্রবার তুরাগ কমিউটার এবং শনিবার জয়দেবপুর কমিউটার ট্রেন বন্ধ থাকবে।