আটকের পরদিন ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Published : 03 Jun 2024, 11:57 PM
যশোরে অভয়নগর থানা পুলিশের হেফাজতে ‘নির্যাতনে’ এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সোমবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটি এ দাবি জানিয়েছে।
গত শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে ৩০টি ইয়াবাসহ তাকে বাড়ি থেকে আটক করা হয় বলে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস দাবি করেছিলেন। ওই নারী পরদিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আফরোজার স্বামী আব্দুল জলিলের অভিযোগ, মারধর করার কারণে আফরোজা অসুস্থ হয়ে পড়েছিলেন।
এমএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন। গত ১ জুন দিবাগত রাতে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে নির্যাতন করা হয়, যেটির বর্ণনা দিয়েছেন তার স্কুল পড়ুয়া সন্তান। এরপর তিনি মারা গেলে ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু বলে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আফরোজা বেগমের পরিবারের অভিযোগ ঘুষের দাবিতে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে।
সংবাদমাধ্যমের খবরের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর এ ঘটনায় অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম দাবি করেন, মাদকসহ আটক আফরোজা বেগম হৃদ্রোগে অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন।
যশোরে ইয়াবসহ আটক নারীর মৃত্যু
পৃথক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইন ও সালিশ কেন্দ্র বলেছে, পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। হেফাজতে থাকা ব্যক্তিকে শারীরিক নির্যাতন বেআইনি এবং একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ। এছাড়া একজন নারীকে মধ্যরাতে পুলিশের আটক করতে যাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।
আসক আফরোজার পরিবারের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।